জামালপুরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত
- জামালপুর প্রতিনিধি
- ০৭ এপ্রিল ২০২৪, ২০:৪২
জামালপুরের মাদারগঞ্জে স্বামী শফিকুলের ছুরিকাঘাতে জীবন আক্তার (২৬) নামে এক গৃহবধূ খুন হয়েছেন।
রোববার (৭ এপ্রিল) সকালে উপজেলার জোড়খালী ইউনিয়নের রামচন্দ্রপুর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জীবন আক্তার ওই উপজেলার জাঙ্গালীয়া এলাকার প্রবাসী করিমুজ্জামানের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাশের বাড়ির লোকদের সাথে যাওয়া-আসার রাস্তা নিয়ে ওই দম্পতির দীর্ঘদিন ধরে কথা-কাটাকাটি চলে আসছিল। রোববার আবারো কথা-কাটাকাটির একপর্যায়ে স্বামী শফিকুল রান্না ঘরে থাকা ধারালো ছুরি এনে স্ত্রীর পিঠে ও গলায় আঘাত করেন। এতে গুরুতর আহত হয় তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক জীবন আক্তারকে মৃত ঘোষণা করেন।
মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘাতক স্বামী শফিকুল পলাতক রয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা