১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় : প্রিন্স

এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় : প্রিন্স - ছবি : নয়া দিগন্ত

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন, এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। তারা জনগণের দুঃখ-কষ্ট বুঝে না, বুঝার চেষ্টাও করে না। তাই তাদের জনগণের প্রতি কোনো মায়ামমতা ও দায়িত্ববোধ নেই।

সোমবার (১ এপ্রিল) জেলার রশিদপুর মাদরাসা সংলগ্ন মাঠে জামালপুর জেলা জাতীয়তাবাদী দল-বিএনপি আয়োজিত ইফতার মাহফিলপূর্বক আলোচনা সভায় এ কথা বলেন প্রিন্স।

তিনি বলেন, রমজান মাসে তাদের লালিত-পালিত ব্যবসায়ী সিন্ডিকেট নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিয়ে দেশের সাধারণ মানুষকে চরম কষ্টের মধ্যে রেখেছে।

এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হন।

আলোচনা সভা ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম।

বিশেষ অতিথি ছিলেন জাতীয় নির্বাহী কমিটির জলবায়ুবিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান বাবুল।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন এবং সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান শফীসহ জেলা ও বিভিন্ন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

আলোচনা সভাটি সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপি নেতা রুহুল আমিন মিলন ও শাহ আব্দুল আল মাসুদ।


আরো সংবাদ



premium cement