নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত বাড়ির ট্যাঙ্কি থেকে উজ্জ্বলের লাশ উদ্ধার
- এস এম ইব্রাহিম হোসাইন, সরিষাবাড়ী (জামালপুর)
- ৩১ মার্চ ২০২৪, ১৭:৪৩
জামালপুরের সরিষাবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর উজ্জ্বল নামের একটি যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুর ২টার দিকে একটি পরিত্যক্ত বাড়ির ট্যাঙ্কি থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত বুধবার সন্ধ্যার পর থেকে উপজেলার চর বালিয়া গ্রামের ওসর আলীর ছেলে উজ্জ্বল (১৫) নিজ বাজি থেকে নিখোঁজ হয়। স্বজনদের বাড়িসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করে কোথাও তাকে পাওয়া যায়নি। অবশেষে রোববার সকালে উজ্জ্বলের বাবা সরিষাবাড়ী থানায় নিখোঁজের ডায়েরি করতে গেলে দুপুর ২টার দিকে উজ্জলের লাশের সন্ধান পাওয়ার খরব পান।
সংবাদ পেয়ে থানা পুলিশসহ জেলা পুলিশ কর্মকর্তা সদর সার্কেল সোহরাব হোসেন ঘটনাস্থলে এসে হাজির হন।
সরিষাবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুসফিকুর রহমান বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ঘটনার ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা