১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
গ্রামবাংলার ঐতিহ্য

সরিষাবাড়ীতে মই দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে মই দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত - ছবি : নয়া দিগন্ত

জামালপুরের সরিষাবাড়ীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ও জনপ্রিয় ষাঁড়ের মই দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মার্চ) বিকেলে উপজেলার রেলওয়ে ময়দান মাঠে মই দৌড় প্রতিযোগীতার আয়োজন করা হয়।

স্বাধীনাবাড়ী ও কয়ড়া গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এই মই দৌড় প্রতিযোগীতা দেখতে মানুষের ঢল নামে খেলার মাঠে।

আয়োজক কমিটি জানায়, ষাঁড়ের মই দৌড় প্রতিযোগীতায় বিভিন্ন এলাকা থেকে ১৩টি ষাঁড়ের গরুর দল নিয়ে প্রতিযোগীতায় অংশ নেন। চারটি ঘাঁড়গরুর নিয়ে তৈরি হয় একটি দল (মই)। প্রতিটি দল পরিচালনা থাকে দু’জন মইয়াল।

খেলা দেখতে আসা রহিম মন্ডল বলেন, পাশের উপজেলা মাদারগঞ্জ থেকে এসেছি খেলা দেখতে। জেলার মধ্যে যেখানেই মই প্রতিযোগীতা হয় সেখানেই ছুটে যাই আমি। ঐতিহ্যবাহী মই দৌড় যাতে প্রতি বছর আয়োজন করা হয়। গ্রামবাংলার ঐতিহ্য রক্ষায় এই খেলা আয়োজন করা প্রয়োজন বলে মনে করেন তিনি।

খেলায় অংশ নেয়া চান মন্ডল বলেন, বাপ-দাদার আমল থেকে এটা আমাদের বংশের ঐতিহ্য। অনেক দিন ধরে এ খেলার সাথে যুক্ত আছি। মূলত হারিয়ে যাওয়া গ্রাম বাংলার এই খেলা নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই আমার চেষ্টা। যেখানেই খেলা হয় দল নিয়ে ছুটে যাই। নিজে আনন্দ পাই এবং অন্য কেউ আনন্দ দিয়ে থাকেন বলে জানান তিনি।

আয়োজক কমিটির সভাপতি ছামান আলী বলেন, যুব সমাজকে মাদকমুক্ত ও ঐতিহ্যবাহী এ খেলা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এই খেলার আয়োজন করা হয়েছে।

এটা মই খেলা কৃষক সমাজের আনন্দ-বিনোদনের অন্যতম উৎসব বলে মনে করেন সচেতন মহল।


আরো সংবাদ



premium cement
হালাল পণ্যের বাজার প্রসারে বাংলাদেশের সাথে কাজ করবে মালয়েশিয়া শমী কায়সারের জামিন স্থগিত দেড় যুগ পর সিলেটে জামায়াতের কর্মী সম্মেলন কাল হালাল পণ্যের বাজার প্রসারে একসাথে কাজ করবে বাংলাদেশ ও মালয়েশিয়া ৫ বছর পর আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি জিতল জিম্বাবুয়ে জাহিদ-পলক-আজমসহ ৬ জনের বিরুদ্ধে দুর্নীতি মামলা দেশে এলো ইউক্রেন থেকে আমদানি করা গম চঞ্চলকে ‘গৃহবন্দী’ করার খবরে তোলপাড় ভারতে, অভিনেতা জানালেন ‘পুরোটাই মিথ্যা’ সাবেক ভূমিমন্ত্রী নারায়ণচন্দ্র চন্দ ১ দিনের রিমান্ডে নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি মুজিবর, সম্পাদক মফিজুর রহমান যশোরের শার্শায় ৩০০ বিঘা সরকারি জমি উদ্ধার

সকল