গফরগাঁওয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
- গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা
- ২৯ মার্চ ২০২৪, ২১:০০
ময়মনসিংহের গফরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে সাজ্জাদ নামের পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৯ মার্চ) ইফতারের আগে উপজেলার পাগলা থানার তারাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
শিশু সাজ্জাদ ওই গ্রামের গাড়িচালক মাসুদ মিয়ার ছেলে।
স্থানীয় ইউপি সদস্য হাফেজ আবু রায়হান এই ঘটনায় সত্যতা নিশ্চিত করেন।
জানা গেছে, শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সাজ্জাদ বাড়ির বাইরে খেলাধুলা করছিল। এ সময় হঠাৎ পাশের পুকুরে পড়ে যায় সে। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর তাকে পুকুরে পানিতে দেখেন পরিবারের সদস্যরা। পরে তাকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা