জামালপুরে ট্রাকচাপায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য নিহত
- খাদেমুল বাবুল, জামালপুর
- ২৫ মার্চ ২০২৪, ২১:০১
জামালপুরের মেলান্দহে ট্রাকচাপায় জাহাঙ্গীর আলম হালিম (৬২) নামে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যের নিহত হয়েছেন।
সোমবার (২৫ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার হাজরাবাড়ী পৌর এলাকার হাজরাবাড়ী বাজারে পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর আলম হাজরাবাড়ী পৌর এলাকার চর আদিয়ারপাড়া গ্রামের মরহুম শরীফ উদ্দিন মণ্ডলের ছেলে বলে জানা গেছে ।
স্থানীয় ও পুলিশের সূত্র থেকে জানা যায়, মাদারগঞ্জ থেকে জামালপুর শহরগামী বালুবোঝাই একটি ট্রাক জাহাঙ্গীর আলমকে (হালিম) চাপা দেয়।
এলাকাবাসী জানান, হালিম বাড়ি থেকে হাজরাবাড়ী বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে হাজরাবাড়ী বাজারের পশ্চিম পাশে ফরহাদের স’মিল-সংলগ্ন ট্রাকটি অতিক্রম করতে গিয়ে অটোরিকশার সাথে ধাক্কা লেগে ট্রাকের সামনে পড়ে যান তিনি। এ সময় ট্রাকটি হামিলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় হালিম।
মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রাজু আহাম্মদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ট্রাকটি আটক রয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা