৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


গফরগাঁওয়ে স্কুলছাত্র খুন, ঘাতক আটক

নিহত আলফাজের ভাইয়ের আহাজারি - নয়া দিগন্ত

ময়মনসিংহের গফরগাঁওয়ে মোঃ আলফাজ (১১) নামে এক স্কুলছাত্র খুন হয়েছে। বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার রাওনা ইউনিয়নের ছয়বাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এলাকাবাসী রিফাত নামে এক যুবককে আটক করে থানা পুলিশের কাছে সোর্পদ করেছে।

প্রত্যক্ষদর্শী, এলাকাবাসী, নিহতের পরিবার ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার খারুয়া বড়াইল গ্রামের রুহুল আমিনের ছেলে এবং খারুয়া বড়াইল উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র আলফাজ বাড়ি থেকে দুধ নিয়ে বিক্রির জন্য ছয়বাড়িয়া বাজারে যাচ্ছিল। ছয়বাড়িয়া গ্রামের মৃত সিরাজ মিলিটারীর বাড়ির কাছে আলফাজকে একা পেয়ে পারিবারিক শক্রতার জের ধরে সিরাজ মিলিটারীর ছেলে রিফাতের (১৯) নেতৃত্বে বেশ কয়েকজন যুবক ও মহিলা আলফাজকে বাঁশ ও লাঠি দিয়ে পিটিয়ে খুন করে।

খবর পেয়ে আলফাজের বাড়ির লোকজন আলফাজের লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে কর্তব্যরত চিকিৎসক আলফাজকে মৃত ঘোষণা করেন। পরে গফরগাঁও থানা পুলিশ নিহত আলফাজের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এদিকে ঘটনার পর এলাকাবাসী ধাওয়া করে আলফাজ হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে রিফাতকে আটক করে গফরগাঁও থানা পুলিশের কাছে সোর্পদ করে। ঘাতক রিফাত গফরগাঁও সরকারি কলেজ থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে বলে জানা যায়।

নিহত আলফাজের বড় ভাই সুমন জানায়, পরিকল্পিতভাবে এই খুনীরা আমার ভাইকে হত্যা করেছে।

এ বিষয়ে গফরগাঁও থানার ওসি মোহাম্মদ আব্দুল আহাদ খান বলেন, নিহত আলফাজের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ব্যাপারে মামলা দায়েরের প্রস্ততি চলছে।


আরো সংবাদ



premium cement
ইসলামপুর পৌরসভার মেয়র সাময়িক বরখাস্ত, প্যানল মেয়রকে দায়িত্ব অর্পণ বুয়েটে ক্লাস-পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত স্থগিত শ্রমিক অধিকার লঙ্ঘনের জরিমানার অঙ্ক বাড়ানো হয়েছে : আইনমন্ত্রী রাজশাহীতে ১৯ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি ‘বন্ডের মাধ্যমে উন্নয়ন কাজ করলে জনগণের ওপর কর চাপ কমবে’ বকশীগঞ্জে ট্রাক থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, গ্রেফতার ৩ বকেয়ার কারণে বাংলাদেশে বিমান ভাড়া বাড়িয়েই চলছে বিদেশী এয়ারলাইন্স মামা সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠী বিডি মালয়েশিয়ার প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক উৎসব কামাল হত্যা : ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার ১২ চুক্তি হোক বা না হোক, রাফায় অভিযান চলবে : নেতানিয়াহু সমুদ্রসীমায় ২০ মে থেকে ৬৫ দিন‌ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ হচ্ছে

সকল