১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কাভার্ডভ্যানে ইয়াবা পাচার : চট্টগ্রামে গ্রেফতার ২

-

কাভার্ডভ্যানের ভেতর বিশেষ স্তর তৈরি করে পাচারকালে সাড়ে ৬৫ হাজার ইয়াবাসহ দুই চালক ধরা পড়েছে গোয়েন্দা পুলিশের হাতে। গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে কর্ণফুলী শাহ আমানত সেতুর টোলপ্লাজায় ঢাকাগামী একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে এই ইয়াবাগুলো উদ্ধার করে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতাকৃতরা হলো- কাভার্ডভ্যানের চালক মো: ইসলাম (৩৮) ও মো: হাবিব (২৮)।
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার শেখ সাব্বির হোসেন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১০টার দিকে নতুন ব্রিজ টোলপ্লাজায় অভিযান চালিয়ে ৬৫ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় কাভার্ডভ্যানের দুই চালককে গ্রেফতার করা হয়। কাভার্ডভ্যানের ভেতরের পাটাতনে বিশেষ কায়দায় তৈরি সুরক্ষিত একটি চেম্বারের মাধ্যমে ইয়াবা পরিবহন করা হতো।


আরো সংবাদ



premium cement