জাতীয়ভাবে হিজরি বর্ষ উদযাপন ও ১ মহররম ছুটি ঘোষণার দাবি
- চট্টগ্রাম ব্যুরো
- ০৭ জুলাই ২০২৪, ০২:১৭
পয়লা মহরম সাধারণ ছুটি ঘোষণা এবং জাতীয়ভাবে হিজরি বর্ষ উদযাপনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে হিজরি নববর্ষ উদযাপন পরিষদ। গতকাল সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানায় সংগঠনটি। ভারপ্রাপ্ত চেয়ারম্যানে নাছির উদ্দীন মাহমুদের সভাপতি সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- শিক্ষাবিদ আবদুর রহিম, কো-চেয়ারম্যান মাস্টার মুহাম্মদ আবুল হোসেন, কো-চেয়ারম্যান আলী হোসাইন, ভারপ্রাপ্ত মহাসচিব সৈয়দ মোহাম্মদ আবু আজম, যুগ্ম মহাসচিব এম মহিউল আলম চৌধুরী, সহ-আইন সচিব মুহাম্মদ ইব্রাহিম খলিল, দফতর সচিব মুহাম্মদ নুর রায়হান চৌধুরী।
এ সময় হিজরি নববর্ষ উদযাপনের যৌক্তিকতা দাবি ও প্রস্তাবনা উপস্থাপন করা হয়। লিখিত বক্তব্যে আগামীকাল ৮ জুলাই চট্টগ্রাম আউটার স্টেডিয়াম-সংলগ্ন মুক্ত মঞ্চে হিজরি নববর্ষ বরণ অনুষ্ঠান সফল করার আহবান জানান। এ সময় নেতারা আরো বলেন, হিজরি নববর্ষ উদযাপন আমাদের ধর্মীয় ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করবে। ১ মহররম জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করা হলে জাতি একসাথে এই পবিত্র দিন উদযাপন করতে পারবে, যা আমাদের ধর্মীয় সংহতিকে শক্তিশালী করবে। বর্তমান বিশ্বে অপসংস্কৃতি ও ভোগবাদী চিন্তা আমাদের মূল্যবোধের ক্ষতি করছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা