১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রাজধানীতে শুদ্ধাচার অনুশীলন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

-

প্রাথমিক শিক্ষায় শুদ্ধাচার অনুশীলন শীর্ষক এক কর্মশালা গতকাল রাজধানীর অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। অর্পণ-দর্পণ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে দুই পর্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সমাপনী পর্বে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রুমানা আলী এমপি। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের শাসনব্যবস্থায় সুশাসন, স্বচ্ছতা ও জবাদিহিতা নিশ্চিত করতে চান, যাতে জনগণ তার সুফল ভোগ করতে পারে। তিনি বাংলাদেশকে বঙ্গবন্ধুর ‘দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর’ দেশে রূপান্তর করতে চান। তিনি কর্মশালার প্রাথমিক বিদ্যালয়ে শুদ্ধাচার অনুশীলনের প্রস্তাব যুগোপযোগী মনে করেন। সরকার থেকে এ ধরনের একটি কর্মসূচি ঘোষণা করা যেতে পারে। অনুষ্ঠানে সভাপতির ভাষণে ঢাকা স্কুল অব ইকোনমিক্সের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, এ কর্মশালার প্রস্তাব অনুযায়ী প্রাথমিক শিক্ষায় শুদ্ধাচার অনুশীলনের জন্য একটি কর্মসূচি ঘোষণা করা হলে শিক্ষার গুণগতমান উন্নয়নের পাশাপাশি ভবিষ্যতে স্বপ্নের সোনার মানুষ গড়ার একটা বুনিয়াদ তৈরি হতে পারে। সমাপনী পর্বে সূচনা বক্তব্য দেন সাবেক সচিব ও অর্পণ- দর্পণ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মো: রাশেদুল ইসলাম।
কর্মশালার প্রথম পর্বে প্রধান অতিথির ভাষণে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মো: সোহরাব হোসাইন বলেন, শুদ্ধাচার অনুশীলনে কার্যকর ফল পেতে প্রাথমিক শিক্ষাপর্যায়ে শুদ্ধাচার অনুশীলনের বিকল্প নেই। এ পর্বে সভাপতিত্ব করেন অর্পণ-দর্পণ স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক শারমিনা পারভিন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে সাবেক মুখ্য সচিব ড. মো: আবদুল করিম, সাবেক যুগ্ম সচিব আফরোজা পারভীন, অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও সাবেক সচিব মেজবাহ উদ্দিন, সাবেক শিক্ষক মো: সিরাজুল ইসলাম বক্তব্য দেন।
কর্মশালায় উপস্থিত সরকারের অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ কর্মকর্তা, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী-পেশার অংশগ্রহণকারীরা ছয়টি দলে বিভক্ত হয়ে প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর জন্য প্রযোজ্য একটি শুদ্ধাচার অনুশীলন কৌশলপত্রের সুপারিশ করেন। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement
নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস নিয়ে দূষণে শীর্ষে ঢাকা ‘মধ্যপ্রাচ্যকে নিজেদের অনুকূলে ঢেলে সাজানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরাইল’ কাঁপছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা নামলো ৮ ডিগ্রিতে তালিবান মন্ত্রীর হত্যাকাণ্ডে আইএস-এর সম্প্রসারণ নিয়ে উদ্বেগ ভারতীয় সংবিধান লঙ্ঘন করে মোদী সরকার খুনি হাসিনাকে আশ্রয় দিয়েছে : ড. মাসুদ যুক্তরাষ্ট্র-চীন বিজ্ঞান ও প্রযুক্তিগত সমন্বয় গড়তে সংশোধিত চুক্তিতে স্বাক্ষর করলো দেশ গড়ার দ্বিতীয় সুযোগ যেন কোনোভাবেই নষ্ট না হয় : আসিফ নজরুল লেককে ভয়েস অব আমেরিকার পরিচালক করলেন ট্রাম্প এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার পাকিস্তানের

সকল