চট্টগ্রামে স্ত্রীকে খুন করে স্বামীর পলায়ন
- চট্টগ্রাম ব্যুরো
- ০৬ জুলাই ২০২৪, ০০:০০
চট্টগ্রামের কর্ণফুলীতে নাছিমা বেগম (৩৮) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনার পরেই স্বামী পলাতক রয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের খালেক মেম্বার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত নাছিমা ইয়ংওয়ান প্রতিষ্ঠানের কেএসআইর ডাউন অপারেশন পদে কর্মরত ছিলেন। সে কর্ণফুলীর চরলক্ষ্যা ইউনিয়নের সেকান্দর মিয়ার মেয়ে।
পুলিশ জানিয়েছেন, নিহত নাছিমা তার প্রথম স্বামী আকতারের ঘরের ছেলে কামরুল হাসান ইমন (১৮) এবং মেয়ে কানিজ ফাতেমা ইমুসহ (১৩) চরলক্ষ্যা গ্রামের মহিউদ্দিনের ভাড়া ঘরে এক বছর যাবত বসবাস করে আসছেন। বৃহস্পতিবার রাত ১টার দিকে নাছিমার দ্বিতীয় স্বামী মোহাম্মদ সোলায়মান ভাড়া বাসায় আসেন। মেয়ে ইমু তখন বাসায় ছিলেন। একই রাতে তাদের মধ্যে ঝগড়াঝাটি হয়।
পরদিন সকাল ৮টার দিকে মেয়ে ঘুম থেকে উঠে দেখে মা সামনের রুমে গায়ে কম্বল জড়িয়ে শায়িত আছে। ছেলে ইমন ঘরে এসে তার মাকে ডাকলে কোন সাড়া-শব্দ না পেয়ে হাত-পা ধরে দেখে হাত-পা ঠাণ্ডা হয়ে আছে। পরে তারা লাশের দাফনের ব্যবস্থা করতে গিয়ে দেখেন নাছিমার গলায় কালো দাগ এবং জিহ্বা বাহির করে দাঁতে কামড় দেয়া অবস্থা রয়েছে। এটা দেখে সন্দেহ হলে তারা ৯৯৯-এ কল করেন। পরে কর্ণফুলী থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
কর্ণফুলী থানার ওসি মো: জহির হোসেন বলেন, লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। স্বামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা