কর্নফুলী নদীতে লাফিয়ে পড়ে যুবক নিখোঁজ
- চট্টগ্রাম ব্যুরো
- ০৩ জুলাই ২০২৪, ০১:৩৩
চট্টগ্রামের কালুরঘাট ফেরিঘাটের পন্টুন থেকে কর্নফুলী নদীতে লাফিয়ে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছে। গত রোববার থেকে নিখোঁজ জনি মুখার্জী (৪০) নামের ওই যুবক হেঁটে ফেরিঘাটের বেইলি ব্রিজ পার হয়ে পন্টুনে গিয়ে এক পর্যায়ে নদীতে লাফিয়ে পড়েন। কালুরঘাট ফেরিঘাটের সিসিটিভির ফুটেজে এ দৃশ্য দেখা যায় বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত রোববার দুপুরে পরিবারের সাথে ঝগড়া করে জনি ঘর থেকে বেরিয়ে যায়। এ ঘটনায় গত সোমবার জনির স্ত্রী নগরীর পাঁচলাইশ থানায় সাধারণ ডায়েরি করেন। জনি পাঁচলাইশ থানা এলাকার মৃত মুকুন্দ মুখার্জীর ছেলে বলে জানা গেছে। জনি শারীরিক প্রতিবন্ধী এবং এলাকায় পান-সিগারেট বিক্রি করে সংসার চালাতেন বলে জানা গেছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা