কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
- ক্রীড়া ডেস্ক
- ০২ জুলাই ২০২৪, ০১:০৯
ইউরো ফুটবল চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে উঠেছে ফ্রান্স। বিশ্বকাপের বর্তমান রানার্সআপরা গতকাল দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ১-০ গোলে বেলজিয়ামকে হারিয়ে পরের ধাপে উন্নীত হয়। গোলশূন্য প্রথমার্ধ শেষে ৮৫ মিনিটে আত্মঘাতী গোলে গেরেথ সাউথগেটের দলের এই বাধা টপকানো। রেনডাল কোলো মাউনির শট বেলজিয়ামের ডিফেন্ডার জেন ভারটনগেনের পায়ে লেগে দিক পাল্টিয়ে বোকা বানায় গোলরক্ষককে। রেফারি গোলটি আত্মঘাতী হিসেবেই উল্লেখ করে। এর ঠিক তিন মিনিট আগে গোলের চান্স মিস করে বেলজিয়াম। কেভিন ডি ব্রুইনার বক্সের বাইরে থেকে নেয়া শট রুখে দেন ফ্রান্সের গোলরক্ষক মাইক মেইগনান। ইনজুরি টাইমে ডি ব্রুইনের কর্নার ক্লিয়ার হলে হারেই মাঠ ছাড়ে বেলজিয়াম। এই ম্যাচেও মাক্স পরে খেলেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা