দেশ থেকে ইসলাম নিশ্চিহ্নের ষড়যন্ত্র চলছে
- ০২ জুলাই ২০২৪, ০০:৩০
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, এ দেশ থেকে ইসলাম ও ইসলামী আন্দোলনকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র চলছে। দেশে অন্যায় জুলুম নির্যাতন অব্যাহত রয়েছে। এ অবস্থায় একজন সত্যিকার ঈমানদার হিসেবে কোনো অবস্থাতেই আল্লাহর ওপর থেকে আমাদের বিশ্বাস বা আস্থা হারিয়ে ফেলা চলবে না। তিনি বলেন, মহান আল্লাহ মানব জাতির জন্য কল্যাণকর একটি বিধান ঠিক করে দিয়েছেন আর তা হলো ইসলাম। তাই আমাদের জীবনে ইসলামের হুকুম ও বিধানগুলো পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে। ত্যাগের মহিমায় অনুপ্রাণিত হয়ে যেভাবে আমরা কোরবানি পেশ করেছি। অনুরূপভাবে ইকামাতে দ্বীনের বিজয়ে আমাদের যেকোনো ত্যাগ কোরবানি স্বীকার করতে হবে। কেবল আল্লাহর গোলামি করার মাধ্যমেই সত্যিকার অর্থে ঈদের প্রাপ্তি পূর্ণ হবে। যত দিন পর্যন্ত সমাজ ও রাষ্ট্রে আল্লাহর আইন কুরআন ও সুন্নাহর বিধান উপেক্ষা করে মানুষের তৈরি আইন দ্বারা পরিচালিত হবে সেখানে আর যাই হোক সত্যিকার ঈদের খুশি থাকতে পারে না। তিনি উল্লেখ করেন, এ দেশে ইসলামী আদর্শকে বিজয়ী করার মাধ্যমেই প্রকৃত ঈদ উদযাপন করতে হবে।
গত রোববার সন্ধ্যায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের পল্টন দক্ষিণ থানার উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও পল্টন দক্ষিণ থানার আমির শাহীন আহমেদ খান। থানা সেক্রেটারি অ্যাডভোকেট মারুফুল ইসলামের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন মহানগরীর মজলিসে শূরা সদস্য মুস্তাফিজুর রহমান শাহীন, থানার অফিস সম্পাদক ওমর ফারুক, থানা কর্মপরিষদ সদস্য জিয়া উদ্দিনসহ পল্টন দক্ষিণ থানার বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী। বিজ্ঞপ্তি।