তেজগাঁওয়ে ফুটপাত থেকে মেয়ে শিশুর লাশ উদ্ধার
- নিজস্ব প্রতিবেদক
- ০১ জুলাই ২০২৪, ০১:০৩
রাজধানীর তেজগাঁওয়ে ফুটপাত থেকে পাঁচ বছরের একটি মেয়ে শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে শিল্পাঞ্চল থানার শহীদ তাজউদ্দীন আহমেদ সরণির নির্মাণাধীন ডিপিডিসি ভবনের বাউন্ডারির পাশের ফুটপাত থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ বলছে, শিশুর মৃত্যুটি রহস্যজনক। ধারণা করা হচ্ছে, শিশুটিকে হত্যার পর রাতের কোনো এক সময় লাশটি এ ফুটপাথে ফেলে দেয়া হয়েছে। নিহতের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই মোছা: তানজিম ইয়াসমিন জানান, খবর পেয়ে শহীদ তাজউদ্দীন আহমেদ সরণির নির্মাণাধীন ডিপিডিসি বিল্ডিংয়ের বাউন্ডারি পাশের ফুটপাত থেকে অজ্ঞতপরিচয়ের এক শিশুর লাশ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে তিনি আরো জানান, ওই শিশুটিকে রাতে অথবা ভোরের কোনো এক সময় দুর্বৃত্তরা ফেলে দিয়ে যায়। শিশুটি ধর্ষিত হয়েছে কি না এবং তার মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা