১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চাঁদাবাজ ও মাদককারবারিদের বিরুদ্ধে বিজিবি অধিনায়কের কঠিন হুঁশিয়ারি

-

‘ভারত থেকে রামগড় সীমান্তপথে নিয়ে আসা মাদকদ্রব্য এ দেশের যুবসমাজকে ধ্বংস করছে। মাদককারবারিদের পুরো তালিকা আমাদের হাতে আছে। মাদকের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এ ছাড়া আঞ্চলিক সশস্ত্র উপজাতি সংগঠনগুলো বিভিন্ন পরিবহন থেকে চাঁদাবাজি করছে। এসব চাঁদাবাজি বন্ধ না করলে বিজিবি কঠিন হাতে দমন করবে।’ রামগড় ৪৩ বিজিবির মাসিক নিরাপত্তা সমন্বয় সভায় চোরাকারবারি ও চাঁদাবাজদের হুঁশিয়ার করে এসব কথা বলেন সভার প্রধান অতিথি রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ইমাম হোসেন।
রোববার রামগড়ে বিজিবির রামগড় ব্যাটালিয়নে মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে ব্যাটালিয়ন সদরের ট্রেনিং শেডে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি, পৌর মেয়র রফিকুল আলম কামাল, রামগড় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা হোসেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম আলমগীর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোবারক হোসেনসহ বিজিবির পদস্থ কর্মকর্তা, হেডম্যান-কার্বারি, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও সমাজের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 


আরো সংবাদ



premium cement