খালেদা জিয়াকে মুক্তি দিন দুর্নীতিবাজদের বিচার করুন : সুরঞ্জন ঘোষ
- ২৯ জুন ২০২৪, ০০:০০
সাংবিধানিক অধিকার ফোরামের সভাপতি ও ৯০-এর ছাত্র গণঅভ্যুত্থানের কেন্দ্রীয় সাবেক ছাত্রনেতা সুরঞ্জন ঘোষ বলেছেন, বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া নানা জটিল রোগব্যাধিতে আক্রান্ত। দেশের বাইরে তার উন্নত চিকিৎসা দরকার। কিন্তু বড়ই পরিতাপের বিষয়- বর্তমান সরকার তাকে বিদেশে গিয়ে উন্নত চিকিৎসা নেয়ার সুযোগ দিচ্ছে না। সরকারের এ প্রতিহিংসামূলক আচরণের নিন্দা জানানেরা ভাষা আমার জানা নেই।
গতকাল এক বিবৃতিতে তিনি আরো বলেন, ‘খালেদা জিয়া দেশে গণতন্ত্র চান, দেশের মানুষের ভোটের অধিকার আদায় করতে চান। তিনি সবসময় দেশের মঙ্গল, উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন। তাই তার নিঃশর্ত মুক্তি দাবি করছি। তাকে বিদেশে গিয়ে চিকিৎসা গ্রহণের সুযোগ দেয়ার জন্য দাবি জানাচ্ছি।’
বিবিৃতিতে তিনি আরো বলেন, এ সরকারের সব অপকর্মের সহযোগী বড় বড় রাঘব বোয়ালদের অপকর্ম এখন প্রকাশ পাচ্ছে। রাজস্ব কর্মকর্তা মতিউরের ছেলে ১৫ লাখ টাকা দিয়ে ছাগল ক্রয়, সাবেক পুলিশ কর্মকর্তা আছাদুজ্জামানের সম্পদের পাহাড়, সাবেক আইজিপি বেনজীরের দুর্নীতির মহাসাগর এবং সাবেক সেনাপ্রধান আজিজের ক্ষমতার অপব্যবহার ও তার পরিবারের সদস্যদের দুর্নীতি লাগামহীন কর্মকাণ্ড এখন গণমাধ্যমের বদৌলতে আমরা দেখতে পাচ্ছি। সরকারের মন্ত্রী, এমপি ও ঘনিষ্ঠ লোকদের দুর্নীতি ও বিদেশে টাকা পাচারের চেয়ে আরো বেশি বড় আকারের, যা প্রকাশ পেলে বিশ্ববাসী ও বাংলাদেশের মানুষ আঁৎকে উঠবে। জানতে পারবে সরকারের দুর্নীতি আমলাদের চেয়েও ভয়াবহ। এ দুর্নীতিবাজদের গ্রেফতার করুন, বিচারের কাঠগড়ায় দাঁড় করুন। বিজ্ঞপ্তি।