১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নির্যাতিতদের সমর্থনে খুলনায় আন্তর্জাতিক সংহতি দিবস পালিত

-

‘নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক সংহতি দিবস’ উপলক্ষে গতকাল বুধবার খুলনায় র‌্যালি ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্ক, খুলনা এ কর্মসূচির আয়োজন করে। সকাল ১০টায় নগরীর ফুল মার্কেট মোড় থেকে র‌্যালি বের হয়ে জাতিসঙ্ঘ পার্কের প্রধান ফটকের সামনে খানজাহান আলী সড়কে মানববন্ধন করা হয়।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন সাংবাদিক কাজী মোতাহার রহমান বাবু। দিবসের বিবৃতি পড়ে শোনান হিউম্যান রাইটস ডিফেন্ডার ও সাংবাদিক জিয়াউস সাদাত। মানবাধিকার সংগঠন অধিকার খুলনার ফোকাল পারসন সাংবাদিক মুহাম্মদ নূরুজ্জামানের সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন- শিক্ষাবিদ ও উন্নয়ন কর্মী রেহানা আখতার, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার জেলা কো-অর্ডিনেটর অ্যাডভোকেট মোমিনুল ইসলাম, নাগরিক নেতা শেখ আবদুল হালিম, গ্লোবাল খুলনার আহ্বায়ক শাহ মামুনুর রহমান তুহিন, অ্যাডভোকেট শহিদুল ইসলাম, খুলনা জেলা ব্লাড ব্যাংকের সভাপতি শেখ ফারুক, সাংবাদিক শেখ হারুন অর রশিদ , এম এ আজিম, মো: জামাল হোসেন ও এম সাইফুল ইসলাম, শিক্ষক মুহাম্মদ কামরুজ্জামান, সাখাওয়াত হোসেন স্বপন, ভিকটিম ক্ষুদ্র ব্যবসায়ী মো: শাহাজালাল হাওলাদার প্রমুখ।


আরো সংবাদ



premium cement