পূর্বাচলে হবে ঢাবির মেডিক্যাল ফ্যাকাল্টি
- ঢাবি প্রতিনিধি
- ২৭ জুন ২০২৪, ০০:০৭
চিকিৎসাবিজ্ঞান গবেষণা ও স্বাস্থ্যসেবায় অবদান রাখতে রাজধানীর পূর্বাচলে মেডিক্যাল ফ্যাকাল্টি কাম হসপিটাল গড়ার উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ। গতকাল বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটের বার্ষিক অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এ উদ্যোগের বিষয়ে জানান।
এ মর্মে ভিসি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কোনো চিকিৎসা অনুষদ নেই। বেইজিং, টোকিও, সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটিসহ পৃথিবীর প্রায় উন্নত বিশ্ববিদ্যালয়ে মেডিক্যাল ফ্যাকাল্টি কাম হসপিটাল রয়েছে। এসব বিশ্ববিদ্যালয় নিজ নিজ দেশে চিকিৎসাবিজ্ঞান গবেষণা এবং স্বাস্থ্যসেবায় বৃহৎ পরিসরে অবদান রাখছে। জমি পাওয়া গেলে পূর্বাচল ক্যাম্পাসে একটি বিশ্বমানের মেডিক্যাল ফ্যাকাল্টি কাম হসপিটাল গড়ে তোলা হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা