১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

শীর্ষ করদাতা কাউছ মিয়ার ইন্তেকাল

-

দেশের শীর্ষ করদাতা, প্রবীণ ব্যবসায়ী ও হাকিমপুরী জর্দার মালিক হাজী মো: কাউছ মিয়া (৯৪) আর নেই। সোমবার রাত ১২টা ৪০ মিনিটে রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিডি নিউজ।
কাউছ মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার ছেলে জাহাঙ্গীর মিয়া বলেন, আব্বা বার্ধক্যের কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন। সম্প্রতি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসার পর তাকে দেশে আনা হয়। এর পর থেকে পুরান ঢাকার আরমানিটোলার বাসায় তিনি শয্যাশায়ী ছিলেন। শনিবার বিকেলে আব্বার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আজগর আলী হাসপাতালে নেয়া হয়। সেখানে দুইদিন চিকিৎসাধীন থাকার পর সোমবার রাতে তিনি ইন্তেকাল করেন। আমরা পরিবারের পক্ষ থেকে সবার কাছে তার জন্য দোয়া চাই।
৯৪ বছর বয়সী এ ব্যবসায়ী স্ত্রী, ৮ ছেলে ও ৮ মেয়ে রেখে গেছেন। গতকাল মঙ্গলবার বাদ জোহর আরমানিটোলা মাঠে কাউছ মিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।
কাউছ মিয়ার জন্ম চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নে। তিনি দীর্ঘদিন চাঁদপুর জেলা শহরের পুরান বাজারে ব্যবসা করেন। পরে হাজীগঞ্জ থেকে নারায়ণগঞ্জ এবং পুরান ঢাকার আরমানিটোলায় ব্যবসা করেন।
হাকিমপুরীর জর্দার পাশাপাশি তার বিভিন্ন ধরনের ব্যবসা ছিল। ২২ বছর বয়স থেকে ব্যবসা শুরু করে টানা ৭১ বছর এককভাবে ব্যবসা পরিচালনা করেন তিনি। গত দেড় দশক ধরে টানা সেরা করদাতার সম্মাননা পেয়েছেন তিনি। ব্যবসায়ী ক্যাটাগরিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) তাকে এ পুরস্কার দিয়ে আসছিল।

 


আরো সংবাদ



premium cement