১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

জাতীয় দাবায় তিন গ্র্যান্ডমাস্টারের ড্র, শীর্ষে দুই ফিদে মাস্টার

-

সাইফ পাওয়ারটেক জাতীয় দাবায় গতকাল তৃতীয় রাউন্ডে ড্র করেছেন দেশের তিন গ্র্যান্ডমাস্টার। আর এ সুযোগে শীর্ষে দুই ফিদে মাস্টার মনন রেজা নীড় ও তাহসিন তাজওয়ার জিয়া। নীড় গতকাল হারান নাঈম হককে। তাহসিন তাজওয়ারের জয় আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিন সাগরের বিপক্ষে। আড়াই পয়েন্ট নীড় ও তাহসিনের। পরস্পরের ম্যাচে ড্র করেছেন দুই গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ ও এনামুল হোসেন রাজীব। অপর গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ড্র করেছেন অনত চৌধুরীর সাথে। আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান জয় পেয়েছেন খন্দকার আমিনুল ইসলামের বিপক্ষে। ফলে ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নিয়াজ,জিয়া, রাজীব ও ফাহাদ।

 


আরো সংবাদ



premium cement

সকল