বুয়েট ভিসি নিজ কার্যালয়ে অবরুদ্ধ
- ঢাবি প্রতিনিধি
- ২৫ জুন ২০২৪, ০০:০৫
পদোন্নতি নীতিমালা-২০১৫ বহালের দাবিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভিসি ড. সত্য প্রসাদ মজুমদারকে নিজ কার্যালয়ে অবরুদ্ধ করেছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
গতকাল বিকেল থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই নীতিমালা বহালের দাবিতে ভিসির কার্যালয়ের সামনে বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩ শতাধিক কর্মকর্তা-কর্মচারী বিক্ষোভ কর্মসূচি পালন করে। এ সময়, দাবি আদায় না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
কর্মসূচিতে কর্মকর্তা-কর্মচারীরা বলেন, পদোন্নতি নীতিমালা বহালের দাবি যৌক্তিক। দাবি বহালে আমরা যাতে কিছু না করতে পারি তাই এতদিন নীতিমালা বাতিলের বিষয়টি কর্তৃপক্ষ লুকিয়ে রেখেছিল। আমরা পদোন্নতি নীতিমালা বহাল চাই। এটা আমাদের অধিকার। এখন ভিসিকে অবরুদ্ধ করা হয়েছে। আলোচনাসাপেক্ষে ভিসির কাছে বিষয়টির সমাধানের দাবি জানায় আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা।
গত বছরের ২৭ ডিসেম্বরে (২৭-১২-২০২৩) পরবর্তী সময়ে নীতিমালা-২০১৫ সালের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ের কোনো কর্মকর্তা/ কর্মচারী পদোন্নতি, পদোন্নয়ন, সিলেকশন গ্রেড, সিনিয়র গ্রেড স্কেল প্রাপ্যতায় বিবেচিত হবেন না উল্লেখ করে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৫৪০তম সভায় একটি সিদ্ধান্ত গৃহীত হয়।
বিষয়টি জানিয়ে গত পরশু রোববার একটি অফিস আদেশ জারি করেছে বুয়েট কর্তৃপক্ষ। মূলত অফিস আদেশটি জারির পর থেকেই ক্ষোভে ফুঁসে উঠেছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।
বর্তমান ভিসির শেষ কার্যদিবস আজ। বুয়েটে আবরার হত্যার সময়ে তৎকালীন ভিসি ড. সাইফুল ইসলামের পরিবর্তে স্থলাভিষিক্ত হন তিনি। ভিসির শেষ কর্মদিবস হওয়ায় আজকের মধ্যেই আদেশ বাতিল চান আন্দোলনকারীরা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা