কুড়িলে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু
- নিজস্ব প্রতিবেদক
- ২৪ জুন ২০২৪, ০০:৩২
রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেনের ধাক্কায় শিক্ষার্থীসহ দুইজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- মাহমুদুল হাসান (৩০) ও এস এম তানজিম জয় (২৬)। এর মধ্যে মাহমুদুল হাসান কানে হেডফোন দিয়ে রেললাইন ধরে হাঁটছিলেন।
বিমানবন্দর রেলস্টেশনে পুলিশের এএসআই সানু মং মারমা জানান, গতকাল সকাল ১০টার দিকে কুড়িল বিশ্ব রোডের বিআরটিসি বাস কাউন্টার এলাকায় কানে হেডফোন লাগিয়ে রেললাইন পারাপারের সময় একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মাহমুদুল হাসান নামে এক যুবক ঘটনাস্থলে মারা যান। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন বলে জানা গেছে। বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার ইটাগাছা গ্রামে বাবার নাম শাহ আলম।
অপর দিকে ভোরে কুড়িল বিশ্বরোড এলাকায় রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় বলাকা কমিউটার ট্রেনের ধাক্কায় তানজিম জয় নামে এক শিক্ষার্থী মারা যান। তিনি মৌলভীবাজার সদর উপজেলার বাবুল আহমেদের ছেলে। এএসআই সানু মং মারমা জানান, তানজিমের পরিবারের সাথে যোগাযোগ করে জানা গেছে, তিনি শিক্ষার্থী ছিলেন। তবে কোথায় লেখাপড়া করতেন সেটা জানা যায়নি।
তানজিম গ্রামের বাড়ি থেকে রোববার ভোরে ঢাকায় আসার পর রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান। এই পুলিশ কর্মকর্তা আরো জানান, তবে দুর্ঘটনার পরে নিহত দুই যুবকের কাছে থাকা মোবাইল ফোন ও জাতীয় পরিচয়পত্র দেখে ও পরিবারের সদস্যদের সাথে কথা বলে তাদের নাম-পরিচয় জানা গেছে। নিহতদের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।