সাইয়্যেদুল আলম বাবুলকে সাংগঠনিক সম্পাদক করায় গাজীপুরে বিএনপির আনন্দ মিছিল
- গাজীপুর মহানগর প্রতিনিধি
- ২৩ জুন ২০২৪, ০২:৪১
বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সাইয়েদ্যুল আলম বাবুল বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মনোনীত হওয়ায় গাজীপুরে আনন্দ মিছিল হয়েছে। শনিবার বিকেলে গাজীপুর সদর উপজেলা বিএনপির আনন্দ মিছিল বের করে। মিছিলে অংশ নেন সাবেক ইউপি চেয়ারম্যান ফজলুল হক মুসল্লী, বিএনপি নেতা মুজিবুর রহমান, নাজিম বেপারী, নুরুল আমিন মাস্টার, ডিএম আজহারুল ইসলাম, লুৎফর রহমান, জাহাঙ্গীর শিকদার প্রমুখ। অপর দিকে শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকিরের নেতৃত্বে অপর একটি আনন্দ মিছিলে বিএনপি নেতা সাখাওয়াত হোসেন সবুজ, নাহিন মমতাজী, খোকন প্রধানসহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
অপরদিকে সাইয়্যেদুল আলম বাবুলকে শুভেচ্ছা জানিয়ে কালিয়াকৈর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ ও গাজীপুর জেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট রফিকুল ইসলাম রফিকের নেতৃত্বে একটি আনন্দ মিছিলটি উপজেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা