তুরস্কে ভয়াবহ দাবানলে নিহত ১২
- আল আরাবিয়া
- ২৩ জুন ২০২৪, ০২:৪০
তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে বিশেষ করে কুর্দিস এলাকায় রাতভর ভয়াবহ দাবানলে ১২ জন প্রাণ হারিয়েছে। এতে আহত হয়েছেন আরো ৭৮ জন। শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। দাবানলে অনেক প্রাণী পুড়ে মারা গেছে। আবার অনেকগুলো ভয়াবহভাবে আহত হয়েছে। রাতভর ওই এলাকার আকাশে ছাই উড়তে দেখা গেছে। সকাল হওয়ার সাথে সাথে আগুন আরো ছড়িয়ে পড়ে।
এক্স পোস্টে তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেটিন কোকা বলেন, দাবানলে ১২ জন প্রাণ হারিয়েছে, এ ঘটনায় আহত হয়েছেন আরো ৭৮ জন। আহতদের মধ্যে পাঁচজনকে আইসিইউতে নেয়া হয়েছে। গত মার্চের নির্বাচনে ওই অঞ্চলের বেশির ভাগ এলাকায় জয় পাওয়া তুরস্কের কুর্দিপন্থী ডিইএম পার্টি, দাবানলের ঘটনায় সরকারের ব্যাপক সমালোচনা করে। তারা বলেন, সরকারের পর্যাপ্ত পদক্ষেপের অভাব ছিল। তারা সরকারের কাছে ওয়াটার বম্বার পাঠানোর দাবি করেন। কারণ স্থল থেকে আগুন নেভানোর জন্য যে সরঞ্জাম পাঠানো হয়েছে তা পর্যন্ত নয় বলে জানিয়েছে ডিইএম।