বন্যাদুর্গত এলাকায় ত্রাণতৎপরতা জোরদারের আহ্বান খেলাফত মজলিসের
- ২২ জুন ২০২৪, ০৩:০৫
সিলেট-সুনামগঞ্জসহ বৃহত্তর সিলেট ও রংপুর-কুড়িগ্রামসহ উত্তরবঙ্গের বন্যাদুর্গত এলাকায় ত্রাণতৎপরতা জোরদারের আহ্বান জানিয়েছে খেলাফত মজলিস। গতকাল প্রদত্ত এক যৌথ বিবৃতিতে খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বন্যাদুর্গত মানুষের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, ভারী বর্ষণ আর ভারত থেকে আসা ঢলের পানিতে সিলেট, সুনামগঞ্জসহ বৃহত্তর সিলেটের লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এদিকে ফারাক্কা বাঁধের গেট খুলে দেয়ায় কুড়িগ্রাম, রংপুরসহ উত্তরবঙ্গের বন্যা পরিস্থির অবনতি হচ্ছে। এ অবস্থায় বন্যাদুর্গত এলাকায় সরকারের পক্ষ থেকে উল্লেখযোগ্য ত্রাণ তৎপরতা লক্ষ করা যাচ্ছে না। দুর্গত মানুষের সাহায্যে সরকারের তেমন কোনো তৎপরতা লক্ষ করা যাচ্ছে না।
বিবৃতিতে নেতৃদ্বয় বন্যাকবলিত অঞ্চলে প্রয়োজনীয় ত্রাণতৎপরতার জন্য সরকারের পক্ষ থেকে জরুরি পদক্ষেপ ও বরাদ্দের দাবি জানান। একইসাথে নেতৃদ্বয় খেলাফত মজলিসের সর্বস্তরের নেতাকর্মীসহ সমাজের সামর্থ্যবানদেরকেও বন্যাকবলিত এলাকার দুর্গত মানুষের সাহায্যে জোরদার ত্রাণতৎপরতার আহ্বান জানান। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা