শেরপুর কমিউনিটি অনকোলজি ফাউন্ডেশনের উদ্বোধন আজ
- নিজস্ব প্রতিবেদক
- ২১ জুন ২০২৪, ০২:৩৩, আপডেট: ২১ জুন ২০২৪, ০২:৩৩
শহর ও গ্রামের গণমানুষকে সম্পৃক্ত করে ক্যান্সার থেকে সুরক্ষার জন্য সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক অবস্থায় নির্ণয় ও চিকিৎসা পরামর্শ প্রদানে সরকারের পাশাপাশি স্বেচ্ছাসেবী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। ঢাকার কমিউনিটি অনকোলজি সেন্টার ট্রাস্ট ক্যান্সারের বিরুদ্ধে জনমত তৈরি, নীতিনির্ধারকদের কাছে এর গুরুত্ব তুলে ধরা এবং স্থানীয় পর্যায়ে সংগঠন ও সেবা কেন্দ্র গড়ে তোলার মাধ্যমে ক্যান্সার সেবা দিয়ে যাচ্ছে।
এই লক্ষ্যে আজ শুক্রবার শেরপুর জেলা শহরের ডায়াবেটিক হাসপাতালে যাত্রা শুরু করতে যাচ্ছে শেরপুর কমিউনিটি অনকোলজি ফাউন্ডেশন। ডায়াবেটিক হাসপাতালেই অনকোলজি ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয় ও সেবাকেন্দ্র হিসেবে কাজ শুরু করলেও অচিরেই নিজস্ব কার্যালয় ও কেন্দ্রে স্থানান্তরিত হবে।।
সকাল ১০টায় শেরপুর ডায়াবেটিক হাসপাতালে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ডায়াবেটিক হাসপাতালের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের ক্যান্সার এপিডেমিওলোজি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও বিভাগীয় প্রধান ও বর্তমান গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতালের অধ্যাপক ও প্রকল্প সমন্বয়কারী ডা: হাবিবুল্লাহ তালুকদার রাসকিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সরকারের সোশাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব মো: আব্দুস সামাদ ফারুক।