১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কাওরানবাজারে সিকিউরিটি গার্ডের রহস্যজনক মৃত্যু

-

রাজধানীর কাওরানবাজারে নির্মাণাধীন বোরাক টাওয়ার মো: তারেক হোসেন (৩০) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার গভীর রাতে পুলিশ ওই ভবনের একটি রডের সাথে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করেছে। তারেক ওই ভবনের সিকিউরিটি গার্ডের চাকরি করতেন। প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও বিষয়টিকে রহস্যজনক মনে করছে পুলিশ।
তেজগাঁও থানার এসআই মো: হায়দার জানান, মঙ্গলবার রাত দেড়টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলের নির্মাণাধীন ভবনের ষষ্ঠতলায় একটি রডের সাথে গলায় রশি পেঁচানো ওই নিরাপত্তা কর্মীর অচেতন দেহ উদ্ধার করা হয়। পরে তাকে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক জানান তিনি বেঁচে নেই। তিনি আরও জানান, তারেকের মৃত্যুর সঠিক কারন এখনো জানা যায়নি। লাশ ময়নাতদন্ত করতে ঢাকা মেডিক্যালের মর্গে পাঠানো হয়েছে।
তারেক ওই নির্মাণাধীন ভবনে নিরাপত্তা কর্মীর হিসেবে কাজ করতেন এবং সেখানেই থাকতেন। তার বাবার নাম মো: তাহের হোসেন।

 

 


আরো সংবাদ



premium cement