জীবিকার তাগিদে আফ্রিকায় গিয়ে লাশ হয়ে ফিরলেন নজরুল
- মিরসরাই ( চট্টগ্রাম) সংবাদদাতা
- ১৫ জুন ২০২৪, ০০:০৫
জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকায় গিয়ে কফিনবন্দী লাশ হয়ে দেশে ফিরলেন চট্টগ্রামের মিরসরাই উপজেলার বাসিন্দা মো: নজরুল ইসলাম (৩৫)। শুক্রবার সন্ধ্যায় তার লাশ বাড়িতে এসে পৌছায়। সে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামের আবুল কালামের ছেলে।
নজরুলের প্রতিবেশী সাইফ আবেদীন মিশু জানান, গত ৯ জুন বিকেলে নিজেদের সুপার শপের মালামাল আনলোড করে ফেরার পথে দক্ষিণ আফ্রিকার এমপুমালাঙ্গা প্রদেশের লোথার এলাকায় নজরুলের গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে উল্টে দুমড়ে মুছড়ে যায়। এসময় সে ঘটনাস্থলে মারা যায়। তিনি আরো জানান, নজরুল প্রায় ৯ বছরর যাবত দক্ষিণ আফ্রিকায় রয়েছে। শুক্রবার ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর দিয়ে তার লাশ দেশে পৌছায়। বাদ এশা জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। নজরুলের দুটি সন্তান রয়েছে।
ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ বলেন, আমার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা আবুল কালামের ছেলে সড়ক দুর্ঘটনায় দক্ষিণ আফ্রিকায় মারা গেছে। জীবিকার তাগিদে বিদেশ গিয়ে কফিন হয়ে ফিরতে হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা