এবার শায়েস্তাগঞ্জের বাজার কাঁপাবে জায়েদ খান
- আব্দুর রকিব শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)
- ১৫ জুন ২০২৪, ০০:০৫
এবার শায়েস্তাগঞ্জের বাজার কাঁপাতে তৈরি করা হয়েছে ২৫ মণ ওজনের জায়েদ খানকে। অতি যতেœ ও দক্ষ লোক দ্বারা প্রাকৃতিক পদ্ধতিতে মোটাতাজা করে বিক্রির জন্য উপযুক্ত করা হয়েছে গরুটিকে। শায়েস্তাগঞ্জ উপজেলার বাজারগুলোতে এখনো গরু কেনাবেচা শুরু না হলেও আগ্রহী ক্রেতারা গরুর খামারগুলোতে যাতায়াত বৃদ্ধি করছেন।
শায়েস্তাগঞ্জ উপজেলার সবচেয়ে বড় গরুটির নাম রাখা হয়েছে জায়েদ খান। শায়েস্তাগঞ্জ উপজেলার নিশাপট গ্রামে সুজন মিয়ার খামারে গরু এটি। গত এক বছর ধরে পরম যতেœ লালন পালন করা হচ্ছে শাহীওয়াল জাতের জায়েদ খানকে। তার খাদ্য তালিকায় রয়েছে ভুসি, খইল, সবুজ ঘাস ও খড়সহ পুষ্টিকর দেশীয় দানাদার খাবার। লাল রঙের ২৫ মণ ওজনের জায়েদ খান লম্বায় ১০ ফুট ও উচ্চতায় সাড়ে পাঁচ ফুট ছাড়িয়ে গেছে। ঈদ উপলক্ষে প্রস্তুত করা জায়েদ খানের দাম হাঁকা হয়েছে পাঁচ লাখ টাকা। জায়েদ খান ছাড়াও সুজন মিয়ার খামারে বিক্রি যোগ্য আরো ছয়টি শাহীওয়াল ও দেশী জাতের গরু রয়েছে।
শায়েস্তাগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ অফিস জানায়, এ বছর শায়েস্তাগঞ্জ উপজেলায় কোরবানিযোগ্য পশু রয়েছে দুই হাজার ৪৭৯টি। যার মধ্যে গরু দুই হাজার ২১টি, ছাগল ৩৮১টি এবং ভেড়া ৭৭টি। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কৃষিবিদ নাজিম উদ্দীন বলেন, সুজন মিয়ার গরুটি এ বছর প্রাণিসম্পদ প্রদর্শনী মেলায় প্রথম স্থান অর্জন করেছে। এটিই শায়েস্তাগঞ্জ উপজেলার মধ্যে সবচেয়ে বড় গরু।