চৌগাছায় বিএনপি নেতা মরহুম আনছার আলীর জন্য দোয়া মাহফিল
- চৌগাছা (যশোর) সংবাদদাতা
- ১৫ জুন ২০২৪, ০০:০৫
যশোরের চৌগাছায় বিএনপি নেতা মরহুম আনছার আলীর রূহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার নারায়ণপুর গ্রামে তার নিজ বাড়িতে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আনছার আলী চৌগাছা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক স¤পাদক অনিন্দ্য ইসলাম অমিত, যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দোলোয়ার হোসেন খোকন, মিজানুর রহমান খান, আলী হোসেন মোদন, ইউনুচ আলী দফাদার, এম এ ছালাম, মাসুদুল হাসান, আব্দুল হালিম চঞ্চল, আনিছুর রহমান, মোস্তাফিজুর রহমান মোস্তাক, আব্দুল ওয়াহেদ, কাজী আব্দুল হামিদ, অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এসএম সাইফুর রহমান বাবুল প্রমুখ।
গত ৭ জুন দুপুরে নিজ বাড়িতে ইন্তেকাল করেন বিএনপির এ নেতা। তিনি চৌগাছা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। এ ছাড়া তিনি নারায়ণপুর ইউপি সাবেক চেয়ারম্যান ও চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজের সভাপতি ছিলেন।