১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সদরঘাটে লঞ্চ স্টাফদের অগ্নি দুর্ঘটনা রোধে প্রশিক্ষণ

-

রাজধানীর সদরঘাটে নৌ পুলিশের উদ্যোগে লঞ্চের শতাধিক স্টাফকে অগ্নিদুর্ঘটনা রোধের প্রাথমিক প্রশিক্ষণ দেয়া হয়।
গতকাল ১২ জুন বুধবার দুপুরে টার্মিনালের পন্টুনে এ প্রশিক্ষণ দেয় ঢাকা সদরঘাট থানার নৌ-পুলিশ।
সদরঘাট টার্মিনাল থেকে দক্ষিণাঞ্চলসহ বিভিন্ন জেলার ৩৮টি রুটে পর্যায়ক্রমে ১৯৩টি লঞ্চ চলাচল করে। ঈদযাত্রায় লঞ্চের স্টাফদের ওপর নানা চাপ থাকে। অনেক সময় যাত্রাপথে অগ্নিকাণ্ডসহ অনেক ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সেই পরিস্থিতি প্রাথমিক অবস্থায় তারা কিভাবে এসব দুর্ঘটনায় কী কী কাজ করলে ক্ষয়ক্ষতি কমানো যায় সেগুলো তাদের বোঝানো হয়েছে। হাতেকলমে দেখানো হয়েছে। এ ছাড়াও দুর্ঘটনার হার কিভাবে কমিয়ে আনা যায় তা নিয়ে আলোচনা করা হয়েছে।
এ সময় পুলিশ কার্যক্রম পরিচালনা করেন ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ পরিদর্শক মো: মাহমুদুল হাসান বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক ও ঢাকা নদী বন্দরের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের প্রধান মো: ইসমাইল হোসেন, সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আবুল কালাম।

 


আরো সংবাদ



premium cement