ঘুষকাণ্ডে চসিকের ২ প্রকৌশলী ওএসডি
- চট্টগ্রাম ব্যুরো
- ১৩ জুন ২০২৪, ০১:৪০
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) দুই প্রকৌশলীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তাদের বিরুদ্ধে ৩ কোটি ২১ লাখ টাকার কাজে ৬১ লাখ টাকা ঘুষ নেয়ার অভিযোগ উঠায় বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে প্রধান কার্যালয়ের সচিবালয় বিভাগে ন্যস্ত করা হয়েছে।
গতকাল বুধবার চসিক সচিব মোহাম্মদ আশরাফুল আমিন এ সংক্রান্ত অফিস আদেশে স্বাক্ষর করেন। এতে উল্লেখ আছে, এ আদেশ গতকাল বুধবার থেকে কার্যকর হবে।
ওএসডি হওয়া কর্মকর্তরা হলেন- নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) রিফাতুল করিম চৌধুরী ও উপসহকারী প্রকৌশলী জয়নাল আবেদিন।
এ দিকে অপর একটি অফিস আদেশে ঘুষের অভিযোগের বিষয়টি তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক কমান্ডার লতিফুল হক কাজমী। আইন কর্মকর্তা মো: জসিম উদ্দিনকে সদস্য এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো: রেজাউল করিমকে সদস্যসচিব করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা