নাঙ্গলকোটে পিস্তল ঠেকিয়ে ১০ গরু লুট
- নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা
- ১২ জুন ২০২৪, ০১:৫৮
কুমিল্লার নাঙ্গলকোটে একটি গরু খামারে সংঘবদ্ধ মুখোশপরা ডাকাতদল তিন পাহারাদারকে পিস্তল ঠেকিয়ে জিম্মি করে ১০টি গরু লুট করার অভিযোগ পাওয়া গেছে। রোববার গভীর রাতে উপজেলার আদ্রা দক্ষিণ ইউপির পুজকরা গ্রামের মায়ের দোয়া ইটভাটার ভেতরের গরুর খামারে এ গরু লুটের ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার সকালে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন খামারের মালিক আনোয়ার হোসেন।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রোববার রাতে খামারের দায়িত্বে থাকা ফরিদুল ইসলাম ও রুহুল আমিন গরুগুলোকে খাবার দিয়ে ঘুমিয়ে পড়েন। হঠাৎ রাত ২টার দিকে ১০-১৫ জনের মুখোশ পরা ডাকাত দল পিস্তল, ছুরি ও হকিস্টিক নিয়ে ইটভাটায় ঢুকে পাহারাদার নুরে আলমকে বেঁধে ফেলেন। পরে ডাকাতদল খামারের দায়িত্ব থাকা দুই প্রহরীকে ঘুম থেকে ডেকে তুলে পিস্তল ঠেকিয়ে জিম্মি করে তাদের হাত পা বেঁধে মুখে কোস্ট টেপ মেরে দেয়। একপর্যায়ে ডাকাতদল খামার থেকে একে একে ১০টি গরু পিকআপ ভ্যানে তুলে নিয়ে যায়। সোমবার ভোর রাতের দিকে স্থানীয় কামাল ড্রাইভার খামারের পাশ দিয়ে যাওয়ার সময় শ্রমিকদের এ অবস্থা দেখে খামার মালিক আনোয়ার হোসেনকে ফোন করেন। তিনি দ্রুত খামারে এসে তাদের শরীরের বাঁধন খুলে দেন।
পিস্তল ঠেকিয়ে জিম্মি করে গরু লুটের ঘটনায় পুরো উপজেলার ছোট বড় প্রায় ২ হাজার খামারির মধ্যে আতঙ্ক বিরাজ করছে। কোরবানির ঈদকে ঘিরে সম্প্রতি নাঙ্গলকোটে প্রায় রাতে গরু চুরির ঘটনা ঘটছে। আইনশৃঙ্খলা বাহিনীর টহল বাড়ানোর দাবি জানান খামারিরা।
এ বিষয় আদ্রা দক্ষিণ ইউপির চেয়ারম্যান ও ইট ভাটার মালিক আবু ইউছুফ কোম্পানি বলেন, দীর্ঘদিন ধরে ইট ভাটার ভিতরে খামার করে গরু ব্যবসা করে আসছেন তার ভাই আনোয়ার। রাতে অস্ত্রের মুখে জিম্মি করে ১০টি গরু লুট করে নিয়ে যায় ডাকাতরা। কোরবানির ঈদকে ঘিরে নাঙ্গলকোটে গরু চুরি বেড়ে গেছে। তাই তিনি রাতে টহল পুলিশের দায়িত্ব বাড়ানোসহ গরুগুলো উদ্ধারের দাবি জানাচ্ছি।
এ বিষয়ে নাঙ্গলকোট থানার ওসি দেবাশীষ চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে কাজ করছেন। খামারটি কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশে হওয়ায় গরু লুট করে দুর্বৃত্তরা সহজে পালিয়ে গেছে। গরুগুলো উদ্ধারের চেষ্টা করছি।
সিলেটে গরুর ট্রাক ছিনতাইকালে ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৩
সিলেট ব্যুরো জানান, সিলেটে গরু ছিনতাইকালে এক ছাত্রলীগ নেতাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাত ১০টার দিকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের কাছ থেকে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন।
জানা যায়, কোম্পানীগঞ্জ টুকরবাজার থেকে তিনটি গরু নিয়ে সিলেট মেট্রো-ন-১১-১৬৮৬ নম্বরের একটি পিকআপ এয়ারপোর্ট থানার বাইপাস এলাকায় আসামাত্র চারটি মোটরসাইকেল পিকআপের পিছু নেয়। এ সময় আটজন ছিনতাইকারী ড্রাইভারকে হুমকি দিয়ে গাড়ি থামানোর চেষ্টা করে। ড্রাইভার কৌশলে দ্রুতগতিতে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের পাশে নিয়ে এলে পরিবহন শ্রমিকরা একজনকে আটক করে। এ সময় বাকিরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছাত্রলীগ নেতা তোফাজ্জল হোসেন আটক করে। পরে পুলিশ অভিযান চালিয়ে আরো দু’জনকে গ্রেফতার করে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা