১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চট্টগ্রামে বিএনপি নেতা শামসুল হকের মৃত্যুবার্ষিকী পালিত

-

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক প্রটোকল কর্মকর্তা, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য, চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য মরহুম শামসুল হকের ৩য় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মরহুম শামসুল হক স্মৃতি সংসদ ও পরিবারবর্গের যৌথ উদ্যোগে রোববার বিকেলে এনায়েতবাজার শাহী জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ মাহফিলে আগত বিএনপির নেতারা বলেন, ‘মরহুম শামসুল হক আজীবন জাতীয়তাবাদী আদর্শের রাজনীতি করে গেছেন। জাতীয়তাবাদী আদর্শ প্রতিষ্ঠা করতে গিয়ে জেল-জুলুমের শিকার হলেও আদর্শের প্রতি অবিচল ছিলেন। বিএনপি’র প্রতি তার ত্যাগ-তিতীক্ষা আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে নেতা-কর্মীরা’। মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, বিএনপি’র চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহ্বায়ক ডা: শাহাদাত হোসেন, সদস্যসচিব আবুল হাসেম বক্কর, বিএনপি’র কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার মীর হেলাল, হুম্মাম কাদের চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সুফিয়ান, চট্টগ্রাম মহানগর বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, নাজিমুর রহমান, কাজী বেলাল, এরশাদউল্লাহ, ইয়াসীন চৌধুরী লিটন, শফিকুর রহমান স্বপন, মো: মহসীন, আমজাদ হোসেন, গাজী সিরাজ, কামরুল ইসলাম, আবদুল আলীম স্বপন, কোতোয়ালি থানা বিএনপি’র সভাপতি মনজুর রহমান, সাধারণ সম্পাদক জাকির হোসেন, পাঁচলাইশ থানা সভাপতি মো: হুমায়ন, মো: জাফর, মোঃ শাহজাহান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ, সহ-সভাপতি রাশেদ, যুগ্ম সম্পাদক আলী মূর্তজা, যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, ছাত্রদলের সভাপতি সাইফুল আলম, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তুহিনসহ চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতারা।

 


আরো সংবাদ



premium cement
ট্রাইব্যুনালে যাত্রাবাড়ী থানার সাবেক ওসি কংগ্রেসে সমালোচকদের সম্মুখীন ব্লিংকেন সিরিয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে রাশিয়া, সামরিক ঘাঁটির নিরাপত্তার ওপর জোর গাজীপুর ট্রাক-কাভার্ডভ্যানের চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত আরেক মামলায় খালাস পেলেন গিয়াস উদ্দিন আল মামুন রাশিয়া আবারো ইউক্রেনের বিরুদ্ধে 'ওরেশনিক ক্ষেপনাস্ত্র ব্যবহার করতে পারে : যুক্তরাষ্ট্র অভয়নগরে ট্রাকচাপায় নিহত ২, ট্রাকে আগুন একুশে পদকপ্রাপ্ত শিল্পী পাপিয়া সারোয়ার মারা গেছেন ট্রাম্পের প্রত্যাবর্তনের আগেই নিরাপত্তা স্মারক বাইডেনের মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় শ্রীমঙ্গলে বেড়েছে শীতের প্রকোপ

সকল