নেত্রকোনার পুলিশ সুপারের বিরুদ্ধে সাংবাদিক নির্যাতনের অভিযোগ
বিচার চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন- নিজস্ব প্রতিবেদক
- ১১ জুন ২০২৪, ০০:০০
নেত্রকোনা জেলার পুলিশ সুপারের বিরুদ্ধে সাংবাদিক নির্যাতনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী সাংবাদিক প্রাইভেট টিভি চ্যানেল রূপসী বাংলার (আইপি টিভি) নেত্রকোনা প্রতিনিধি লুৎফর জামান ফকির এ ঘটনার বিচার চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ দিয়েছেন। একই সাথে মানবাধিকার কমিশন ও পুলিশের আইজিপি বরাবরও অভিযোগ দাখিল করেছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দাখিল করা অভিযোগে তিনি জানান, সীমান্ত চোরাচালান নিয়ে তিনি প্রতিবেদন প্রকাশ করায় নেত্রকোনা জেলার এসপি ফয়েজ আহমেদ তার ওপর ক্ষিপ্ত হন। তার বিরুদ্ধে দু’টি মিথ্যা মামলা দিয়ে দুই মাস কারাগারে আটক রাখেন। সেইসাথে বিনা ওয়ারেন্টে গ্রেফতার করে অমানুষিক নির্যাতন করেন।
লুৎফর জামান ফকিরের বিরুদ্ধে দায়ের করা মামলা দু’টি হলো কলমাকান্দা থানা চাঁদাবাজি মামলা এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা। লিখিত অভিযোগে লুৎফর জামান ফকির বলেন, এক নম্বর মামলার বাদি অলি আহম্মদকে পুলিশ সুপার ফয়েজ আহমেদ ব্যবহার করে মামলা করিয়েছেন। বাদি অলি আহম্মদ সাত বছরের শিশু হত্যার দায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি। দ্বিতীয় মামলাটিও একজন পতিতাকে দিয়ে করিয়েছেন এসপি নেত্রকোনা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা