চট্টগ্রামে রাফি খুনে জড়িত কিশোরগ্যাংয়ের ৭ জন গ্রেফতার
- চট্টগ্রাম ব্যুরো
- ১১ জুন ২০২৪, ০০:০০
চট্টগ্রাম নগরের পতেঙ্গা সমুদ্র সৈকতে মনিরুজ্জামান রাফি হত্যায় জড়িত কিশোরগ্যাংয়ের সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সিএমপির বন্দর জোনের উপ-কমিশনারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে গ্রেফতারকৃতদের নাম প্রকাশ করে। এর আগে রোববার ভোরে মোটরসাইকেলের সাইলেন্সার পাইপের শব্দ করাকে কেন্দ্র করে মারামারিতে কিশোর গ্যাং সদস্যদের ছুরিকাঘাতে খুন হন মনিরুজ্জামান রাফি।
গ্রেফতারকৃতরা হলেন- কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার আকবরবাড়ির জাহিদুল ইসলাম (২২), কোতোয়ালী থানার কাজির দেউড়ি এলাকার মোবারক হোসেন (২৩), সন্দ্বীপ উপজেলার মাইঠভাঙা ইকবাল হোসেন ইমন (২২), পতেঙ্গা থানার মাইজপাড়া এলাকার শাহরিয়ার আল আহমেদ (২০), একই থানার উত্তর পতেঙ্গা আবুল বাশারের বাড়ির জোবায়ের বাশার (৩৪), বন্দর থানার গোসাইলডাঙ্গা এলাকার তাহরিয়ার আহমেদ বাঁধন (২০) এবং হাটহাজারী থানার কাটিরহাট গ্রামের মো: মারুফ চৌধুরী (২১)।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা