শোক সংবাদ : আফসার আলী মণ্ডল
- ১০ জুন ২০২৪, ০১:০০
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অফিসের সিনিয়র কর্মকর্তা ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কাফ সদস্য জাকির হোসেনের বাবা আফসার আলী মণ্ডল বার্ধক্যজনিত কারণে গতকাল বিকেল সাড়ে ৫টায় ৭৮ বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। তিনি স্ত্রী, দুই পুত্র ও তিন কন্যাসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। আজ সোমবার সকাল ১০টায় জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার শিবপুরে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
আফসার আলী মণ্ডলের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও বগুড়া অঞ্চল পরিচালক মাওলানা রফিকুল ইসলাম খান। শোক বাণীতে তিনি বলেন, আফসার আলী মণ্ডল একজন গুণী, পরহেজগার এবং ইসলামী আন্দোলনের একজন শুভাকাক্সক্ষী ছিলেন। তিনি নানাভাবে ইসলামী আন্দোলনের কাজে সহযোগিতা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাকে ক্ষমা ও রহম করুন এবং তার কবরকে প্রশস্ত করুন। তার গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তার জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তার পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা