১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ময়মনসিংহে পিস্তলসহ স্বেচ্ছাসেবক লীগের নেতা গ্রেফতার

-

ময়মনসিংহে বিদেশী পিস্তল ও ম্যাগজিনসহ জজ মিয়া (২৬) নামে মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতাকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। গতকাল রোববার দুপুরে জজ মিয়াকে অস্ত্র আইনে দায়ের করা মামলায় ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো: আনোয়ার হোসেন জানান, গ্রেফতারকৃত জজ মিয়া নগরীর ২৩ নং ওয়ার্ডের সুতিয়াখালী গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে। শনিবার রাতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের খামার রোডের পুরাতন নিরাপত্তা জোন-৩ এর পুরাতন একটি ভবনে একদল সন্ত্রাসী আগ্নেয়াস্ত্র নিয়ে অবস্থান করছে এমন খবর পেয়ে পুলিশ অভিযানে গেলে সন্ত্রাসীরা দৌড়ে পালানোর সময় জজ মিয়াকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে একটি বিদেশী পিস্তল উদ্ধার করে পুলিশ। পিস্তলটির বৈধ কোনো কাগজপত্র পাওয়া যায়নি। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের উৎস, ক্রেতা-বিক্রেতা এবং ব্যবহার সম্পর্কে জানতে জিজ্ঞাসাবাদের জন্য আসামিকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হলে তাকে জেলহাজতে পাঠানো হয়। এ মামলার অভিযুক্ত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
এদিকে ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আউয়াল মিন্টু জানান, গ্রেফতারকৃত জজ মিয়া স্বেচ্ছাসেবক লীগের মহানগর কমিটির সদস্য হলেও রাজনীতিতে সক্রিয় নন।

 


আরো সংবাদ



premium cement