১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে পদক্ষেপ নেবে চীন-পাকিস্তান

-

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ চীন সফর করছেন। সফরকালে রাজধানী বেইজিংয়ের গ্রেট হলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে তিনিবৈঠক করেছেন। শুক্রবার দুই দেশের বিভিন্ন ইস্যুতে তারা আলোচনা করেছেন। বৈঠকে দুই দেশের রাষ্ট্রপ্রধান সম্পর্ক আরো গভীর করতে পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন। বিশেষ করে রাজনীতি, অর্থনীতি ও নিরাপত্তার ক্ষেত্রে। বন্ধুপ্রতীম দেশ দুইটির নেতারা দীর্ঘদিনের অল-ওয়েদার স্ট্র্যাটেজিক কো-অপারেটিভ পার্টনারশিপের বিষয়েও গুরুত্বারোপ করেছেন। জিও নিউজ।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ চীনের প্রেসিডেন্টে শি জিনপিং এর সাথে দীর্ঘ বৈঠকে দুই দেশের মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন। ২০২৪ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পর শি জিন পিংয়ের সাথে এটাই শাহবাজের প্রথম বৈঠক। প্রধানমন্ত্রী শাহবাজ তাকে ও তার প্রতিনিধিদলকে চীনে উষ্ণ ও সদয় স্বাগত জানানোর জন্য শি জিনপিংকে ধন্যবাদ জানান।
এ দিকে চলতি বছরের মে মাসে পাকিস্তানের প্রবাসী আয়ে রেকর্ড হয়েছে। এই মাসে দেশটিতে ৩ দশমিক ২৪৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছে প্রবাসীরা, যা এক বছর আগের তুলনায় ৫৪ দশমিক দুই শতাংশ বেশি।

 


আরো সংবাদ



premium cement