১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

এক গ্রাম থেকে ৩৫ শিক্ষার্থী এসএসসিতে উত্তীর্ণ এলাকাবাসীর সংবর্ধনা

-


ছোট্ট একটি গ্রাম গুমাইল। গ্রামটির অবস্থান ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার ইয়ারপুর ইউনিয়নে। টান গুমাইল এবং নামা গুমাইল এই দুই ভাগের গ্রামটির আয়তন এক বর্গকিলোমিটারেরও কম। তবে পাশেই সাভার ইপিজেড বা আশুলিয়া শিল্পাঞ্চল এলাকা গড়ে ওঠার কারণে গ্রামটিতে লোকসংখ্যা একটু বেশিই। চলতি ২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় এই ছোট একটি গ্রাম থেকেই কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে ৩৫ জন শিক্ষার্থী। শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় আগ্রহ ও আগামী দিনে পড়াশোনায় উৎসাহ বাড়াতে এলাকাবাসীর উদ্যোগে ব্যতিক্রমী এক আয়োজনের মাধ্যমে গতকাল কৃতী এই শিক্ষার্থীদের দেয়া হয়েছে সংবর্ধনা।

ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে শিক্ষায় আলো ছড়ানো আশুলিয়ার গুমাইল গ্রামের এসএসসিতে উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংর্বধনা অনুষ্ঠানে অংশ নেন গুমাইল গ্রামেরই গুণীজন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত গোমাইল’ এর উদ্যোগে ৩৫ জন কৃতী শিক্ষার্থীকে সম্মানসূচক ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেয়া হয়। টঙ্গী-সাভার ইপিজেড রোডের নরসিংহপুরের চায়না গার্ডেন রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সাথে তাদের অভিভাবকরাও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ‘আলোকিত গোমাইল’ প্রতি বছরই কৃতী শিক্ষার্থীদের সংর্বধনার এই আয়োজন করে আসছে। এর আগে চলতি বছরের গত ৩১ জানুয়ারি গোমাইল গ্রামের ২৪ জন কুরআনের হাফেজ, আলেম ও মুফতিদের সম্মানেও সংবর্ধনার আয়োজন করে। ‘আলোকিত গোমাইলে’র এই ব্যতিক্রমী উদ্যোগ ইতোমধ্যে স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলে বেশ প্রশংসিত হয়েছে। কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়ার মাধ্যমে স্কুল থেকে ঝরে পড়া রোধে ভূমিকা রাখছে। বিশেষ করে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনায় প্রতিযোগিতা ও মনোযোগও আগের তুলনায় বাড়িয়েছে। আগামীতে ‘আলোকিত গোমাইল’ তাদের এই কৃতী শিক্ষার্থী সংবর্ধনার উদ্যোগ আরো সম্প্রসারিত করার প্রচেষ্টা চালাবে। ‘আলোকিত গোমাইল’ মনে করে এই ধরনের অনুপ্রেরণামূলক আয়োজন শিক্ষার্থীদের শিক্ষাগ্রহণে আরো বেশি মনোযোগী এবং আগ্রহী হিসেবে গড়ে তুলবে। এ ছাড়া স্থানীয় অভিভাবক এবং সিনিয়র নাগরিকদের সাথেও শিক্ষার্থীদের মধ্যে সামাজিক একটি মেলবন্ধন তৈরিতে ভূমিকা রাখবে।

গতকাল কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর মোহাম্মদ শহীদুল্লাহ সরকার, সিনিয়র সাংবাদিক শাহেদ মতিউর রহমান, হাজী শফিক সরকার, স্থানীয় ইউপি মেম্বার জাহাঙ্গীর আলম, বিশিষ্ট ব্যবসায়ী পারভেজ হোসেন, আব্দুর রউফ মিয়া, মোহাম্মদ আলী, লুৎফর রহমান, নুরুল ইসলাম পলান, আবুল কাসেম পলান, লিটন পলান, মাসুদ পলান, সাইদুর পলান, সালাউদ্দিন পলান, ইমন পলান প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ বাংলা বিভাগের প্রফেসর মোহাম্মদ শহিদুল্লাহ সরকার। তিনি বলেন, বর্তমান সমাজে নিজেদের সন্তান তথা শিক্ষার্থীদের সাথে অভিভাবকদের মধ্যে একটি দূরত্ব তৈরি হয়েছে। কিন্তু আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে যেভাবে নিজের গ্রামেরই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হচ্ছে এটা অনুকরণীয়-অনুস্মরণীয়।


আরো সংবাদ



premium cement
দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল স্বাভাবিক মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন ব্লিঙ্কেন, যেসব বিষয়ে আলোচনা হবে ট্রাইব্যুনালে যাত্রাবাড়ী থানার সাবেক ওসি কংগ্রেসে সমালোচকদের সম্মুখীন ব্লিংকেন সিরিয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে রাশিয়া, সামরিক ঘাঁটির নিরাপত্তার ওপর জোর গাজীপুর ট্রাক-কাভার্ডভ্যানের চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত আরেক মামলায় খালাস পেলেন গিয়াস উদ্দিন আল মামুন রাশিয়া আবারো ইউক্রেনের বিরুদ্ধে 'ওরেশনিক ক্ষেপনাস্ত্র ব্যবহার করতে পারে : যুক্তরাষ্ট্র অভয়নগরে ট্রাকচাপায় নিহত ২, ট্রাকে আগুন একুশে পদকপ্রাপ্ত শিল্পী পাপিয়া সারোয়ার মারা গেছেন ট্রাম্পের প্রত্যাবর্তনের আগেই নিরাপত্তা স্মারক বাইডেনের

সকল