চট্টগ্রামে ক্যাপ্টেন ইবনে জাফর শফির নাগরিক শোকসভা
- ০৬ জুন ২০২৪, ০০:০০
মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বলিষ্ঠ ব্যক্তিত্ব ক্যাপ্টেন আলহাজ ইবনে জাফর শফি চৌধুরীর স্মরণে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আলহাজ মোহাম্মদ মনজুর আলমের আয়োজনে গতকাল সকালে এক নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। সাবেক মেয়র আলহাজ মোহাম্মদ মনজুর আলম এতে সভাপতিত্ব করেন। নাগরিক শোকসভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক, আওয়ামী লীগ নেতা ও সমাজসেবক আলহাজ মোহাম্মদ সাইফুল আলম। স্বাগত বক্তব্য দেন নাগরিক শোকসভা কমিটির সদস্যসচিব ও উত্তর কাট্টলী আলহাজ মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর।
মরহুমের রূহের মাগফিরাত কামনায় খতমে কুরআন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মুনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আবদুল মান্নান। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা