বাগাতিপাড়ার শিক্ষক আয়েশা আক্তার দেশসেরা কনটেন্ট নির্মাতা
- বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা
- ০৬ জুন ২০২৪, ০০:০০
শিক্ষক বাতায়নে দেশসেরা কনটেন্ট নির্মাতা নির্বাচিত হয়েছেন নাটোরের বাগাতিপাড়ার আয়েশা আক্তার। তার বাড়ি উপজেলার দয়ারামপুর ইউনিয়নের মিশ্রিপাড়া গ্রামে। তিনি ফাগুয়াড়দিয়াড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
জানা গেছে, সরকারের এটুআই (অ্যাকসেস ইনফরমেশন) বিভাগ গত মঙ্গলবার শিক্ষক বাতায়নে কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ শিশু শিক্ষার্থীদের মেডিটেশন বিষয়ে উদ্ভাবনী গল্পে তাকে দেশসেরা কনটেন্ট নির্মাতা ঘোষণা করে। প্রতি মাসেই এটুআই সম্মাননাস্বরূপ কয়েকটি ক্যাটাগরিতে সেরাদের নির্বাচন করে থাকে। দেশের সর্বস্তরের শিক্ষকদের জনপ্রিয় ওয়েব পোর্টাল এই শিক্ষক বাতায়ন। সরকারের এটুআই বিভাগের তত্ত্বাবধানে শিক্ষা মন্ত্রণালয়ের পরিকল্পনা ও বাস্তবায়নে এই ওয়েব পোর্টাল শিক্ষক ও শিক্ষার্থীদের ডিজিটাল পাঠদান পদ্ধতির অন্যতম একটি প্লাটফর্ম। সারা দেশের ৬ লাখ ৪১ হাজার ৪৭৭ জন শিক্ষক এই বাতায়নের সদস্য। এসব শিক্ষকের মাঝ থেকে তাকে এ মাসে সেরা কনটেন্ট নির্মাতা নির্বাচিত করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা