ঢাকা-৮ আসনে ৭০টি ধর্মীয় প্রতিষ্ঠানকে ৭১ লাখ টাকার চেক হস্তান্তর
- নিজস্ব প্রতিবেদক
- ০৫ জুন ২০২৪, ০১:০৩
২০২৩-২৪ অর্থবছরে ঢাকা-৮ আসনে টিআরের বরাদ্দকৃত ৭১ লাখ ৩৩ হাজার তিন শত তেত্রিশ টাকার চেক ৭০টি ধর্মীয় প্রতিষ্ঠানকে হস্তান্তর করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থানীয় এমপি আ ফ ম বাহাউদ্দিন নাছিম। ধর্মীয় ওই প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- কমলাপুর জামে মসজিদ, ফকিরাপুল জামে মসজিদ, আরামবাগ জামে মসজিদ, টিঅ্যান্ডটি কলোনি জামে মসাজিদ, মতিঝিল কলোনি মসজিদ, খিলগাঁও বাজার জামে মসজিদ, পুরনো পল্টন জামে মসজিদ, দুদক জামে মসজিদ, ঢাকা মেডিক্যাল কেন্দ্রীয় জামে মসজিদ, পীর ইয়ামিনি জামে মসজিদ, ফকিরাপুলের তায়ালিমুল কুরআন মাদরাসা, খিলগাঁওয়ের ইসলামিয়া হাফেজিয়া মাদরাসা, শান্তিনগর বাজার মাদরাসাসহ ৬১টি মসজিদ ও মাদরাসা, টিটি পড়ার শ্রী শ্রী সার্বজনীন দুর্গা মন্দির, রমনা কালী মন্দির, সিদ্ধেশ্বরী কালী মন্দিরসহ সাতটি মন্দির, সেন্ট মেরিজ ক্যাথেড্রাল চার্চ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত গুরুদুয়ারা নানক শাহী।
গতকাল মঙ্গলবার রাজধানীর কাকরাইলের রাজনৈতিক কার্যালয়ে সংশ্লিষ্ট ধর্মীয় উপাসনালয়ের কর্তৃপক্ষের কাছে তিনি অনুদানের অ্যাকাউন্ট পে চেক হস্তান্তর করেন।