১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

শোক সংবাদ

-

মো: বদিউজ্জামান
নারায়ণগঞ্জের ফতুল্লা প্রেস ক্লাবের দফতর সম্পাদক ও বিজয় টিভির ফতুল্লা থানা প্রতিনিধি মো: বদিউজ্জামান (৪৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
গতকাল সোমবার রাজধানীর সোহরাওয়ার্দি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। বাদ জোহর নিজ বাড়ির সামনে মরহুমের নামাজে জানাজা শেষে কোতালেরবাগ কবরস্থানে তাকে দাফন করা হয়।
তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। সাংবাদিক বদিউজ্জামানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আবদুর রহিম ও সাধারণ সম্পাদক নিয়াজ মো: মাসুমসহ ক্লাবের নেতৃবৃন্দ। নারায়ণগঞ্জ প্রতিনিধি।


অধ্যক্ষ মোহাম্মদ ইউছুপ
চট্টগ্রাম নগরীর ৩৯ নম্বর ওয়ার্ড দক্ষিণ হালিশহর নারিকেলতলার অধিবাসী অধ্যক্ষ মোহাম্মদ ইউছুপ (৫৪) গতকাল সকালে চট্টগ্রামের আগ্রাবাদ ইসলামী ব্যাংক হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি দীর্ঘদিন কিডনিজনিত ও ক্যান্সার রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
মরহুম মোহাম্মদ ইউছুপের নামাজে জানাজা গতকাল বাদ জোহর বন্দরটিলার আলী শাহ জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তাকে বন্দরটিলা আলী শাহ জামে মসজিদসংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুমের নামাজে জানাজায় ইমামতি করেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী।
জানাজায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী নায়েবে আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মোহাম্মদ উল্লাহ, ইপিজেড থানা জামায়াতের আমীর আবুল মোকাররম, মরহুমের ছোট ভাই মোহাম্মদ হাছানসহ অত্র মসজিদের ইমাম, বহু আলেম, ব্যবসায়ীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শোক বাণীতে মরহুমের শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে নেতৃবৃন্দ বলেন, আল্লাহ রাব্বুল আলামীন তাদের এ শোক সহ্য করার তাওফিক দান করুন। বিজ্ঞপ্তি।


সৈয়দ মোহাম্মদ আবু জাফর
বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ ড. সাইয়েদ মোহাম্মদ আবু নোমানের বড় ভাই ও নয়া দিগন্ত পত্রিকার ফটিকছড়ি প্রতিনিধি সৈয়দ মোহাম্মদ মাসুদের পিতা সৈয়দ মোহাম্মদ আবু জাফর গত শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
গতকাল দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা জামে মসজিদের সামনে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
মরহুম সৈয়দ মোহাম্মদ আবু জাফরের ইন্তেকালে গভীর শোক জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরী আমির ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী ও চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।
শোকবাণীতে নেতৃবৃন্দ বলেন, কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে মরহুমের জন্য সহজ, আরামদায়ক ও শান্তিময় করে দিন। আল্লাহ তাকে মা করে দিয়ে জান্নাতের উচ্চ মাকাম দান করুন।
শোক বাণীতে মরহুমের শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে নেতৃবৃন্দ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এ শোক সহ্য করার তাওফিক দান করুন। বিজ্ঞপ্তি।


গোলাম জিলানী সেলিম মিয়া
নোয়াখালী জেলা বিএনপির সদস্য গোলাম মোমিত ফয়সালের চাচা সমাজসেবক গোলাম জিলানী সেলিম মিয়া (৮২) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের নামাজে জানাজা সোমবার অনুষ্ঠিত হয়। নামাজে জানাজা শেষে উপজেলার পদুয়া গ্রামের পদুয়া মিয়া বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
গত রোববার (২ জুন) রাত সোয়া ১১টার দিকে নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের পদুয়া মিয়া বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সম্পাদক ও নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন (জিএস সুমন), ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। নোয়াখালী অফিস।


আবদুর রহমান
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার প্রবীণ পত্রিকা বিক্রেতা ও ইত্যাদি পত্রিকা বিতানের স্বত্বাধিকারী আব্দুর রহমান (৬৮) অসুস্থতাজনিত কারণে সোমবার নিজ বাসায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি বাংলাদেশ স্বাধীনের পর থেকে উপজেলায় পত্রিকা বিক্রি করে আসছেন। পাশাপাশি তিনি দীর্ঘ ৪০ বছর ধরে উপজেলার কেন্দ্রীয় বাহির গোলা জামে মসজিদের মোয়াজ্জিনের দায়িত্ব পালন করেছেন। ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে প্রকাশিত পত্রিকার এজেন্ট ছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে, পাঁচ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার রাতে বাহির গোলা ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে সুন্দরগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো: শাহজাহান মিঞা ও সাধারণ সম্পাদক মো: আব্দুল মান্নান আকন্দ, কোষাধ্যক্ষ রেজাউল ইসলামসহ সব সদস্যরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা।

 


আরো সংবাদ



premium cement
বরখাস্ত সিপাহী শাহীন বাহিনী সম্পর্কে অপপ্রচার করছেন : বিজিবি সব কোচের সাথে যেন সমান বিচার করা হয় : বার্সেলোনা কোচ বিজয় দিবসে শিশু পার্কে বিনা টিকিটে প্রদর্শনীর নির্দেশ লাউয়াছড়া বনে পাহাড়িকার চার বগি বিচ্ছিন্ন খুলনায় হাসিনা ফিরে আসার ভিডিও, তদন্তে ৪ সদস্যের টিম বাংলাদেশ থেকে ওষুধ আমদানিতে আগ্রহী পাকিস্তান আরএনপিপিতে শেখ হাসিনা পরিবারের দুর্নীতি অনুসন্ধানে রুল আধিপত্যবাদমুক্ত একটি ইসলামী কল্যাণরাষ্ট্র উপহার দিবে জামায়াত : গোলাম পরওয়ার বিদেশে চিকিৎসায় বছরে ৫ বিলিয়ন ডলার হারাচ্ছে বাংলাদেশ : গভর্নর সিংগাইরে হিছা খা হত্যা মামলায় গ্রেফতার ২ সেন্টমার্টিনে যাতায়াতে বিধিনিষেধের সিদ্ধান্ত প্রশ্নে হাইকোর্টে রুল

সকল