১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ফাইনালে হেরে অঝোরে কাঁদলেন রোনালদো

-

সৌদি আরবের ফুটবল প্রো-লিগে ৯ এপ্রিল আল-হিলালের কাছে ২-১-এ হেরেছিল আল-নাসর। ফিরতি লেগে ১৮ মে ১-১ গোলে ড্র। চলতি মৌসুমে আল-হিলাল বাধা টপকাতে পারছে না ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। প্রো-লিগের পর কিংস কাপের ফাইনালেও গত পরশু হেরেছে আল-নাসর। নির্ধারিত সময় ১-১ গোলে ড্র থাকার পর টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জিতে চ্যাম্পিয়ন হয়ে চলতি বছর দুই শিরোপা ঘরে তুলল নেইমার জুনিয়রের দল।
আল-হিলালের শিরোপা উদযাপনে ছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। ইনজুরির কারণে দীর্ঘ দিন দলের বাইরে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এর আগে লিগ শিরোপা উদযাপনেও দেখা গিয়েছিল নেইমারকে।
জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে গত পরশু ফাইনাল ছাপিয়ে আলোচনায় ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। শিরোপা জিততে না পেরে অঝোরে কাঁদলেন তিনি। এরইমধ্যে সৌদি আরবের ফুটবলে দেড় মৌসুম পার করেছেন সিআর সেভেন। এই সময়ের মধ্যে ব্যক্তিগত দারুণ কিছু অর্জন হলেও দলকে কিছুই দিতে পারেননি পর্তুগালের এই সুপারস্টার। প্রো-লিগে বড় প্রতিদ্বন্দ্বী আল-হিলালকে কিংস কাপের ফাইনালেও পেয়ে রোনালদো আশা করছিলেন, দেড় বছরে অন্তত এই শিরোপাটা আল-নাসরকে উপহার দেবেন। সেটিও পারলেন না তিনি। ম্যাচজুড়ে হাড্ডাহাড্ডি লড়াই করে টিকে থাকলেও টাইব্রেকারভাগ্য সহায় হয়নি ৩৯ বছর বয়সী এই তারকার দলের।

 


আরো সংবাদ



premium cement