জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে জেডআরএফের দোয়া মাহফিল
- নিজস্ব প্রতিবেদক
- ০১ জুন ২০২৪, ০০:০০
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)।
গতকাল শুক্রবার বাদ আসর রাজধানীর গুলশানে জেডআরএফের কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জেডআরএফের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা: ফরহাদ হালিম ডোনার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জিয়াউর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকী উদ্যাপন কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো: মাহবুব আলম, সদস্যসচিব ডা: আবু নাছের, জেডআরফের ডা: এএস হায়দার পারভেজ, অধ্যাপক ড. লুৎফর রহমান, অধ্যাপক ড. কামরুল আহসান, সাংবাদিক আমিরুল ইসলাম কাগজি, অধ্যাপক ড. নজরুল ইসলাম, অধ্যাপক ড. আক্তার হোসেন, প্রকৌশলী উমাশা উমায়ন মনি চৌধুরী, প্রকৌশলী সোমায়েল মোহাম্মদ মল্লিক, প্রকৌশলী কামরুল হাসান খান, অ্যাডভোকেট আশ্রাফ জালাল খান, ডা: সাঈদ ইমতিয়াজ সাজিদ, ডা: এএসএম রাকিবুল ইসলাম আকাশ, প্রকৌশলী শাহীন হাওলাদার, প্রকৌশলী মেহেদী হাসান সোহেল, প্রকৌশলী আইয়ুব হোসেন, প্রকৌশলী সাব্বির আহমেদ ওসমানী, প্রকৌশলী মো: শরিফুল ইসলাম, প্রকৌশলী গোলাম রহমান রাজিব, প্রকৌশলী এনামুল হক প্রমুখ।
দোয়া মাহফিলে জিয়াউর রহমানের রূহের মাগফিরাত কামনাসহ জিয়া পরিবার ও দেশবাসীর জন্য বিশেষ মুনাজাত করা হয়।