বাড্ডায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে যুবক নিহত
- নিজস্ব প্রতিবেদক
- ৩১ মে ২০২৪, ০০:৫৫
রাজধানীর বাড্ডায় একটি বাড়ির নিচতলায় বিস্ফোরণের ঘটনায় সোলায়মান (৩৫) নামে এক হোটেলকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় শান্তা নামে আরো এক নারী দগ্ধ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে বাড্ডার ৪ নম্বর সড়কের একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে ঘটে।
বাড্ডা থানার এসআই আবু জাফর হাওলাদার জানান, বিস্ফোরণে ভবনের সামনে থাকা একটি হোটেলের কর্মী সোলায়মান মারা যান। ভবনের নিচতলায় থাকা শান্তা নামে এক নারী দগ্ধ হয়েছেন। তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তিনি বলেন, ডিআইটি ৪ নম্বর সড়কে খোঁড়াখুঁড়ির কাজ চলছিল। ধারণা করা হচ্ছে, লাইনে লিকেজ থেকে গ্যাস জমে বিস্ফোরণ হয়ে থাকতে পারে।
এদিকে বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা: তরিকুল ইসলাম বলেন, শান্তার শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা