১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আজ সাংবাদিক আতিউর রহমানের মৃত্যুবার্ষিকী

-

আজ যশোরের চৌগাছা উপজেলা পরিষদের প্রথম দু’বারের সাবেক চেয়ারম্যান, প্রবীণ সাংবাদিক মরহুম আতিউর রহমানের ২১তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে তার গ্রামের বাড়িতেসহ বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মরহুমের ছোট ছেলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও প্রেস ক্লাব চৌগাছার সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রিন্টু।
আতিউর রহমান দি ডেইলি স্টার ও দি ডেইলি অবজারভারসহ বিভিন্ন পত্রিকায় প্রায় চার দশক ধরে সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন। এ ছাড়া তিনি রাজনীতির সাথেও যুক্ত ছিলেন। ঐতিহ্যবাহী মুক্তিনগর মাধ্যমিক বিদ্যালয়ে একাধিকবার ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হন তিনি।
১৯৩৬ সালের ২৩ অক্টোবর চৌগাছা উপজেলার সিংহঝুলি ইউনিয়নের জামলতা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। ২০০৩ সালের ৩০ মে যশোরের ২৫০ শয্যা হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।


আরো সংবাদ



premium cement