নাফ নদীতে গুলিবিদ্ধ বাংলাদেশী জেলের মৃত্যু
- কক্সবাজার অফিস
- ৩০ মে ২০২৪, ০০:৪৯
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মাছ ধরার সময় মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘আরাকান আর্মির গুলিতে আহত’ হোসেন আলী নামে এক জেলে হাসপাতালে ছয় দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন।
মঙ্গলবার রাত ১০টায় এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ থানার আওতাধীন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো: শাহদাত হোসেন সিরাজী।
মো: হোসেন আলী (৫০) টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের বালুখালী গ্রামের মৃত আব্দুল শুক্করের ছেলে।
মৃতের স্বজনের বরাত দিয়ে তিনি বলেন, টেকনাফে নাফ নদীতে মাছ ধরার সময় গত বুধবার (২২ মে) বিকেলে আরাকান আর্মির ছোড়া গুলিতে হোসেন আলী আহত হয়েছিলেন। পরে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরের দিকে তিনি মারা যান।
স্বজনরা জানিয়েছেন, মঙ্গলবার বিকেলে চমেক হাসপাতালের মর্গে হোসেন আলীর লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। রাতেই তাকে টেকনাফ নিয়ে আসার কথা রয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা